
রাবি শিক্ষার্থী ফাতিন আলমাস অপূর্ব
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। তার নাম ফাতিন আলমাস অপূর্ব।
রোববার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের সামনে অনশন শুরু করেন ওই শিক্ষার্থী।
তার দাবিগুলো হলো-
১. ধর্ষণ প্রতিকারে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড হতে হবে। আগামী তিনদিনের মধ্যে মাগুরায় নির্মমভাবে শিশু ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে।
আরওপড়ুন<<>>ধর্ষণের ঘটনায় মহিলা দলের প্রতিবাদ র্যালি কাল
২. যেহেতু এটি রাষ্ট্রের সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই এ সমস্যাকে গুরুত্ব দিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার অধীন জরুরি ভিত্তিতে পৃথক বন্দোবস্ত (ট্রাইব্যুনাল/ধর্ষণ নিরোধক কমিশন) করা হোক।
৩. যেকোনো ধর্ষণের ঘটনা ঘটলে সে বন্দোবস্ত থেকে দ্রুত (কার্যকরী অনুসন্ধান টিম তৈরি করে) পদক্ষেপ নিয়ে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হওয়ার এক সপ্তাহের মধ্যে বিচারকাজ সম্পন্ন এবং প্রথম দফা অনুযায়ী মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।
অনশনের বিষয়ে অপূর্ব বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ সরকারকে নিতে দেখা যাচ্ছে না। যার ফলে ধর্ষকরা আরও সাহস পেয়ে যাচ্ছে। ধর্ষকের একমাত্র শাস্তি চাই মৃত্যুদন্ড। তাহলে এর থেকে রেহাই পাওয়া সম্ভব।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।