Apan Desh | আপন দেশ

বৈষম্যহীন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ৯ মার্চ ২০২৫

বৈষম্যহীন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ছবি: আপন দেশ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (০৯ মার্চ) দুপুর দেড়টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে তারা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি সূত্রে জানা যায়, করোনা পরবর্তী ভিন্ন ভিন্ন ব্যাচের পরীক্ষা ও নম্বর নির্ধারণ পদ্ধতির কারণে গড় জিপিএ’র পার্থক্য তৈরি হয়েছে। যা ২০২৪ ব্যাচকে বাড়তি সুবিধা দিচ্ছে। এছাড়া বোর্ডভিত্তিক প্রশ্নের মানের তারতম্য ও চতুর্থ বিষয় গণনার অসঙ্গতিও বৈষম্য সৃষ্টি করছে। মেধাতালিকা কেবল পরীক্ষার নম্বরের ভিত্তিতে করা উচিত। আর জিপিএ নম্বর দিলে তা ১০-২০ নম্বরের মধ্যে সীমিত রাখা প্রয়োজন।

আরওপড়ুন<<>>ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দাবিতে রাবি শিক্ষার্থীর আমরণ অনশন

এ বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু ও ন্যায্য ভর্তি প্রক্রিয়া চালুর আহবান জানান  শিক্ষার্থীরা।

এ সময় ময়মনসিংহের নটর ডেম কলেজের শিক্ষার্থী কাওসার জানান, একই ভর্তি পরীক্ষায় কেউ ৬৮ নম্বর পেয়ে সুযোগ পাচ্ছে। অথচ কেউ ৭২ নম্বর পেয়েও বঞ্চিত হচ্ছে। তার অন্যতম কারণ জিপিএ গ্রেড সিস্টেমের পরিবর্তে নাম্বার সিস্টেমের ব্যবহার। আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চাই, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রেড সিস্টেম অনুসরণ করেই মূল্যায়িত হোক।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়