
রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কুরআন বিতরণ কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মধ্যে কুরআন উপহার দেয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শুধুমাত্র পূর্বে অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যেই কুরআন বিতরণ করা হয়।
এ বিষয়ে চানতে চাইলে শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, আমরা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছি। গত দুই বছর ধরে রাবিতে মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীদের মধ্যে কুরআন উপহার দিয়ে আসছি। ধারাবাহিকতা বজায় রেখে এবার তৃতীয়বারের মতো এ কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ড সংগ্রহ করি এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্যেই কুরআন বিতরণ করি।
আরওপড়ুন<<>>প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুলের পদত্যাগ
উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কুরআন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, এরপর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে উপহার দেয়া হয়েছে।
কুরআন উপহার দিয়ে আমাকে কুরআন পড়ার সুযোগ করে দেয়ার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণ করবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।