
ছবি: আপন দেশ
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডে জড়ো হন। পরে বেলা ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা এ সময় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান।
এ সময় শিক্ষার্থীদের "তুমি কে, আমি কে, আসিয়া, আসিয়া", "একশন একশন, ডাইরেক্ট একশন", "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্শকের ফাঁসি চাই", "আমার সোনার বাংলায়, ধর্শকের ঠাঁই নাই", "ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "ধর্ষকদের ঠিকানা, এ বাংলায় হবে না", "ধর্ষকদের শাস্তি, মৃত্যু! মৃত্যু!", "We Want Justice, no more rapist", "আমার বোন ধর্ষিত কেন? ইন্টারিম জবাব চাই"সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চারপাশ।
এ সময় তালাইমারি থেকে রাজশাহীতে অধ্যয়নরত একদল আন্দোলনরত শিক্ষার্থী মেইন গেটে এসে যোগদান করেন।
অবরোধে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা নির্যাতিত হচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এমন এক বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে।সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনে তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে যাতে আর কেও একাজের সাহস না দেখায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা বলেন, শুধু নারীরা নয়, এবার তো শিশুরা এমন ভয়াবহ ঘটনার শিকার হচ্ছে। আমরা চাই, এই ঘটনার এমন দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।
আরও পড়ুন>>>কুরআন উপহার দিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ১৫ দিন তদন্ত ৩০ দিনে শাস্তি নিশ্চিত করতে হবে, প্রত্যেক বিভাগীয় শহরে ডিএন এ সেম্পলিং মেশিন স্থাপন করতে হবে। এছাড়া বিচারকাজে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। কারোর রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না। কোনো ভন্ড ইনটেরিমকে আমরা চাই না। কোনো ছাগলের ৩ নাম্বার বাচ্ছা ইনটেরিমে থাকতে পারবে না।
২ ঘন্টা পর বেলা ১টার দিকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। কর্মসূচি ঘোষণা করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব।
তিনি বলেন, আগামীকাল আমরা চোখে কাপড় বেঁধে ফেসবুকে শেয়ার ও 'উই ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট' হ্যাশট্যাগ ব্যবহার করবো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।