
ছবি: আপন দেশ
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এছাড়া তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান।
সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় 'ধর্ষকরা নিপাত যাক,নারী সমাজ মুক্তি পাক', 'ধর্ষকদের ঠিকানা এ বাংলায় হবেনা', 'ধর্ষণকারী নরপিশাচ আমরা করবো তার বিনাশ', 'বোন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'তুমি কে আমি কে, আছিয়া আছিয়া', 'হয় ধর্ষকের ফাঁসি দে, নইলে গদি ছাইড়া দে' সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদল।
মানববন্ধনে রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির শাওন বলেন, ৫ আগস্ট পরবর্তী নারীর প্রতি যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন আমরা দেখছি, তা আজ ব্যর্থ হতে চলেছে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং একটি বিশেষ গোষ্ঠীর উস্কানি দায়ী। ফ্যাসিস্টের দোসরদের বহিষ্কার করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী নির্যাতনের সঙ্গে জড়িত অনেক ফ্যাসিস্টের দোসরকে বহিষ্কার করতে পারেনি।
আরওপড়ুন<<>>ধর্ষণের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল রাবি, মহাসড়ক অবরোধ
বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের আরও অনিরাপদ করে তুলছে মন্তব্য করে তিনি বলেন, ধর্ষণের পেছনে অনেকে পোশাকের দোষ দেয়। কিন্তু মাগুরার ৮ বছরের শিশুর পোশাকে কি দোষ ছিল? ফুল তুলতে যাওয়া সে ছোট্ট শিশুর কী দোষ ছিল? তাই আমি বলতে চাই, আপনারা দ্রুত আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টান এবং ধর্ষকের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যকর করুন।
সংগীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস ইশা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেখানে মেয়েদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সেখানে এখন মেয়েদের অধিকার খর্ব করা হচ্ছে। মেয়েরা ধর্ষণ ও সাইবার বুলিংয়ের মতো হয়রানির শিকার হচ্ছে। এদেশে যদি আমরাই নিরাপদ না থাকি, তাহলে দেশের জন্য আমরা কী কাজ করবো? মেয়েরা এখন কোথাও নিরাপদ না। এখানে শিশুকেও ছাড়া হচ্ছেনা। তাকেও ধর্ষণ এবং যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা চাই এসব ধর্ষণ, হয়রানি, সাইবার বুলিং যত তাড়াতাড়ি সম্ভব রোধ করা হোক।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।