
বাকৃবিতে ছাত্রদলের ইফতার মাহফিল।
বাকৃবি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, ৭১ থেকে ২৪ বাংলাদেশ প্রশ্নে বিএনপি সর্বদা আপোষহীন। শহীদ জিয়া এ দেশে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও সাম্য শিখিয়েছেন। শিখিয়েছেন কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ ও দেশের মানুষকে আগলে রাখতে হয়। আমরা কোনো আন্দোলনের একক মালিকানা দাবি করিনা। আবার ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিটও বিক্রি করিনা।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নির্যাতিত শিশু আছিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ওই ইফতার মাহফিলে শাহজালাল হলের প্রায় দুই শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, যে সমাজে নারীরা নিরাপদ না সে সমাজ সুস্থ ভাবে চলতে পারে না। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের উদারতা ও মর্ম অনুধাবন করে গর্বিত হওয়ার জন্য সকলকে আহবান জানাই। অবিলম্বে ধর্ষকের শাস্তি নিশ্চিত করে তা দ্রুত সময়ের কার্যকরের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।