Apan Desh | আপন দেশ

ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ১১ মার্চ ২০২৫

ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

ছবি: আপন দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করে সাদা দল।

মানববন্ধনে চলমান ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলোতে সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

আরওপড়ুন<<>>আমরা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করি না: ছাত্রদল নেতা

তিনি বলেন, একটা জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছে। অথচ আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এ সময় যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, নারীর পোশাক নিয়ে কথা উঠবে এমনটা চাই না। সবাই নিজের পছন্দমতো পোশাক পরবে সেটি নিশ্চিত করতে হবে।

সাবেক আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান খান বলেন, পোশাকের কারণে ঢাবি ছাত্রীকে লাঞ্ছনাকারীর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়া হোক। ধর্ষকদের দ্রুত বিচারে আইন সংশোধনের আহবানও জানান বক্তারা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়