Apan Desh | আপন দেশ

রাবির জাতিয়তাবাদী পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ১১ মার্চ ২০২৫

রাবির জাতিয়তাবাদী পেশাজীবী পরিষদের ইফতার মাহফিল

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ সূখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

আরওপড়ুন<<>>রাবিতে চোখে কালো কাপড় বেঁধে ধর্ষকের প্রতীকী ফাঁসি

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম।

প্রধান অতিথি বলেন, আমাদের মাতৃভূমির স্বাধীনতার সুরক্ষায় ২০ কোটি হাতকে একত্র করতে হবে। দেশের ক্রান্তিকালীন সময়ে জাতির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান৷ যিনি দক্ষ নেতা ও ঠান্ডা মাথার মানুষ। আমরা আশা করছি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসবেন। রাবি প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, রিয়া গোপ ও মুক্তিযুদ্ধে অবদান রাখা উত্তরবঙ্গের কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামে কোনো ভবন বা হলের নামকরণ করার জন্য। 

এ সময় বেগম খালেদা জিয়া এবং দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করেন তারা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়