Apan Desh | আপন দেশ

ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০২, ১৩ মার্চ ২০২৫

ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ

ছবি : আপন দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদল নেতা জহির রায়হানের উদ্যোগে তিনদিন ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, আবু সাঈদ চত্বরে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতা জহির। ইফতার বিতরণের সময় ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেরোবি ছাত্রদল নেতা জহির রায়হান বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। দল মত নির্বিশেষে মানবতার সেবায় কাজ করতে পারলেই প্রকৃত আনন্দ পাওয়া যায়।

ছাত্রদল নেতা ইসমাইল হোসেন বলেন, ছাত্রদল সর্বদা মানবিক কার্যক্রমে বিশ্বাসী। রমজানের এ পবিত্র মাসে আমাদের সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাড়াতে চাই। এ ইফতার বিতরণ কর্মসূচীর মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

তরুণ ছাত্রনেতা মাহিন বলেন, আমি বিশ্বাস করি, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার, যা মানবতার সেবায় সবসময় নিবেদিত। আজকের ইফতার বিতরণ কর্মসূচীর মতো ভবিষ্যতেও আমরা বিভিন্ন ইতিবাচক কর্মসূচীর মাধ্যমে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়