Apan Desh | আপন দেশ

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ১৫ মার্চ ২০২৫

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ দুই শতাধিক অসহায় ও দরিদ্র ব্যক্তি অংশ নেন।

এতে বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি ঘোষণা

এ সময় বাকৃবির ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এ মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনও আপস করবে না। ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়