
ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে মার্চ '৭১ থেকে জুলাই-আগস্ট '২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে ‘পদযাত্রা’ আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তরিকুল ইসলাম তুষার ও ছাত্রদল নেতা শাহিনের নেতৃত্বে এ পদযাত্রার আয়োজন করা হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তুষার বলেন, একাত্তর সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরুর প্রথম প্রহরেই মেজর জিয়াউর রহমান নিজেকে প্রোভিশনাল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় বেঘোরে প্রাণ হারান অসংখ্য মানুষ। বাঙালির এ দুঃসময়ে জীবনবাজি রেখে প্রবল বিক্রমে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মেজর জিয়াউর রহমান।
চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার স্বাধীনতার ঘোষণায় উদ্বেলিত জনগণ সাহসের সঙ্গে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। ‘উই রিভোল্ট’ হুংকার দিয়ে নিজেও নেতৃত্ব দেন সশস্ত্র সংগ্রামে।
আরওপড়ুন<<>>ক্যাটরিনার চেয়েও আমার প্রেমিকা সুন্দরী, বললেন আমির
তিনি আরও বলেন, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ ২৪-এর গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে। ২৪-এর অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা হিসেবে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমি তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। ৭১-এর পাশাপাশি ২৪-এর শহীদ এবং ত্যাগীদের আমরা যেন ভুলে না যাই, তাই তাদের স্মরণে এ পদযাত্রা।
তুষার বলেন, একটি দল বা গোষ্ঠী বিভিন্ন মব বা বিশৃঙ্খলা তৈরি করে বট বাহিনীর দ্বারা ট্যাগিংয়ের মাধ্যমে ৭১ এবং ২৪-এর অর্জনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এ বিষয়ে সাধারণ ছাত্রসমাজকে আরও সজাগ ও সতর্ক থাকার আহবান জানাচ্ছি। ৭১, ৯০, ২৪-এর চেতনা সমুন্নত রাখতে বাকৃবি ছাত্রদল বদ্ধপরিকর।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।