Apan Desh | আপন দেশ

জাবির ৯ শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ১৮ মার্চ ২০২৫

জাবির ৯ শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
 
সিদ্ধান্ত অনুযায়ী, শাস্তির আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে অধ্যয়নরত তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত রাখা হবে। আর যাদের পরীক্ষা ও ভাইভা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত থাকবে।
 
এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন>>>এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

সিন্ডিকেট সভা থেকে ১৫ জুলাইয়ের রাতকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালোরাত’ হিসেবে ঘোষণা করা হয়েছে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিন্ডিকেট এসব সিদ্ধান্ত নিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়