Apan Desh | আপন দেশ

বাকৃবিতে রমজানের গুরুত্ব শীর্ষক প্রতিযোগিতার আয়োজন ছাত্রদলের

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৪, ১৮ মার্চ ২০২৫

বাকৃবিতে রমজানের গুরুত্ব শীর্ষক প্রতিযোগিতার আয়োজন ছাত্রদলের

ফাইল ছবি

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল “রমজানের ফজিলত ও গুরুত্ব” শীর্ষক লিখিত প্রতিযোগিতার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এ বিষয়ে বিস্তারিত জানান আয়োজক কমিটির অন্যতম সংগঠক ও বাকৃবি ছাত্রদল নেতা মো. মিরাজ উদ্দিন।

তিনি জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে। লেখা হাতে লিখে বা কম্পিউটারে টাইপ করে জমা দেওয়া যাবে। প্রবন্ধের শেষে নাম, অনুষদ ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লেখা জমা দিতে হবে [email protected] ঠিকানায়। জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ।

তিনি আরো জানান, এ প্রবন্ধ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। প্রথম স্থান অর্জনকারীকে একটি কুরআন মাজিদ, জায়নামাজ ও তসবি প্রদান করা হবে। দ্বিতীয় স্থান অর্জনকারীকে হাদিসের গ্রন্থ ও জায়নামাজ প্রদান করা হবে। তৃতীয় স্থান অর্জনকারীকে রমজানের ফজিলত ও দোয়া সংকলন বই প্রদান করা হবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়