Apan Desh | আপন দেশ

সিঙ্গেল সিটের দাবিতে বাকৃবি ছাত্রীদের বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ১৮ মার্চ ২০২৫

সিঙ্গেল সিটের দাবিতে বাকৃবি ছাত্রীদের বিক্ষোভ

আবাসন সংকট সমাধানের দাবিতে বাকৃবি সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আবাসন সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে হলের সামনে অবস্থান নিয়ে তারা সিট সংকট ও প্রশাসনের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ‘শতভাগ আবাসন, প্রহসন প্রহসন’ স্লোগান তুলে তারা বিভিন্ন হলে সিট বণ্টন বৈষম্যের প্রতিবাদ জানান।

সুলতানা রাজিয়া হলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলে অবকাঠামোগতভাবে কোনো গণরুমের ব্যবস্থা না থাকলেও লাইব্রেরি, জিম রুম, কমন রুম এবং ডাইনিং রুমকে কাঠের তক্তা দিয়ে গণরুমে পরিণত করা হয়েছে। পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধু সুলতানা রাজিয়া হলেই নিছক গণরুমে ডাবলিং করে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

আরওপড়ুন<<>>জাবির ৯ শিক্ষকসহ ২৮৯ জন শিক্ষার্থী বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল

অন্যান্য ছাত্রী হলের তুলনায় তীব্র সিট সংকটের বিষয়টি প্রভোস্টকে জানানো হলেও চলতি বছর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওই হলের আইসোলেশন রুমে ৭৭ জনকে সিট বরাদ্দ দেয়ায় কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রীরা। তারা আরও জানান, আমরা আসন্ন ঈদের পর গণরুমের চেহারা দেখতে চাই না। আমরা চাই, এখন থেকে এক মাসের মধ্যে ব্লকের বিল্ডিংয়ে সিঙ্গেল বেড দিতে হবে।

এ সময় হলের দ্বিতীয় বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের হলে সিট সংকট আগের থেকেই আছে। আমরা প্রভোস্টকে জানিয়েছি, আমাদের হলে ২২-২৩ বর্ষের মেয়েরা গণরুমে ডাবলিং করে থাকছি এবং নতুন ছাত্রী তোলার জন্য কোনো সিট নেই আমাদের।

এক ঘণ্টার বেশি কথা বলার পর উনি জানান, প্রভোস্ট কাউন্সিলরের সঙ্গে কথা বলবেন এবং আশ্বাস দেন হলে সর্বোচ্চ ৬০ জন মেয়ে উঠাবেন। তার বেশি একজনও না। গণরুমের কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের, পড়াশোনার কোনো পরিবেশ নেই বলেও জানান ওই ছাত্রী।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়