Apan Desh | আপন দেশ

বাকৃবিতে রোভার স্কাউটের ইফতার মাহফিল 

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫০, ১৯ মার্চ ২০২৫

বাকৃবিতে রোভার স্কাউটের ইফতার মাহফিল 

ছবি : আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে স্কাউট’স ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে দুইটি পর্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে স্কাউট’স ওন এবং দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলীসহ আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোভার স্কাউটরা সমাজসেবা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দেশ গঠনে অবদান রাখছে, যা অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে, এ প্রত্যাশা করি।

এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, স্কাউটিং আমার কাছে খুবই ভালো লাগার একটি বিষয়। আমি যখন স্কুলে পড়তাম, তখন গার্লস গাইডিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। যারা স্কাউটিংয়ে কাজ করে, তারা অন্যদের চাইতে কিছুটা হলেও ভিন্ন ধরনের। প্রত্যেককে নিজের জায়গা থেকে ভালো হতে হবে এবং দেশের সেবায় এগিয়ে আসতে হবে।

বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম বলেন, স্কাউট’স ওন প্রোগ্রামটি আমরা শুধু রোজার সময়ে করে থাকি। স্কাউট’স ওন বা গাইড’স ওন হলো একটি অনুপ্রেরণামূলক, অনানুষ্ঠানিক অনুষ্ঠান, যা স্কাউটিং বা গাইডিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে সহায়তা করার লক্ষ্যে রোভার স্কাউটরা যথেষ্ট পরিশ্রম করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়