Apan Desh | আপন দেশ

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৫২, ২০ মার্চ ২০২৫

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

ছবি : আপন দেশ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'মার্চ ফর প্যালেস্টাইন' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়, "ফ্রম দা রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি", "ওয়ান টু থ্রি ফোর জায়োনিজম নো মোর", "জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস", "ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ", "ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে", "ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "ফ্রি ফ্রি প্যালেস্টাইন", "হামাসের যোদ্ধারা লও লও লও সালাম"।

৪৮তম আবর্তনের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, আজকে আমেরিকা, ইসরায়েলের মতো দেশ টেরোরিজম, সন্ত্রাসবাদের কথা বলে। অথচ আমরা দেখি তারাই সন্ত্রাসবাদের ধারক-বাহক। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এসব সন্ত্রাসবাদ, টেরোরিজমের বিরুদ্ধে সদা সোচ্চার। আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদ রুখে দিতে প্রস্তুত এবং ভবিষ্যতে এরকম কোনো সুযোগ আসলে আমরা তা লুফে নিতে দু'বার ভাববো না। আমরা আজকের এই 'মার্চ ফর প্যালেস্টাইন' কর্মসূচি থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি যেনো আর কোনো অন্যায়, জুলুম, নির্যাতন করা না হয়। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি জানিয়ে বলতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

৪৭তম আবর্তনের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমরা বাংলাদেশের মানুষ সাহরি ইফতার করছি আর ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নারী শিশুদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলিম সম্প্রদায়কে একতাবদ্ধভাবে এ অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা পূর্বে যেমন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ছিলাম এখনো দাঁড়িয়েছি, মুসলিম সম্প্রদায়কে আহবান জানাতে চাই আপনারা ঐক্যবদ্ধভাবে ইজরায়েলের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি লড়াই না করেন তাহলে বারবার এই পৃথিবীতে মুসলিম সম্প্রদায়কে নির্যাতনের শিকার হতে হবে। আমরা ঘরে বসে সামাজিক মাধ্যমে নারী ও শিশুদের নির্যাতনের যেসব ভয়াবহ চিত্র দেখি হয়তো বাস্তবে তার চেয়েও করুণ। অনতিবিলম্বে ইজরায়েলি বাহিনীকে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। অন্যথায় এই মুসলিম সম্প্রদায় একতাবদ্ধভাবে ইজরাইলের বিরুদ্ধে দাঁড়াবে।

৪৭তম আবর্তনের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আমরা যখন দেখি আমাদের ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরা কোনো অপরাধ না করেও সন্ত্রাসী রাষ্ট্রের বোমার আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা যেখানে ইফতারের পর রাতের খাবারের আয়োজন করি, সেহেরিতে কী খাবো তা নিয়ে ভাবি, সেখানে ফিলিস্তিনিরা চিন্তা করে— তারা আদৌ সেহেরি পর্যন্ত বেঁচে থাকবে কি না! আমরা অতীতেও এ সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি, এবং যতদিন তারা দখলদারিত্ব বজায় রাখবে, ততদিন শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করব ইনশাআল্লাহ। বহু অন্যায় আমরা সহ্য করেছি, কিন্তু জাতিসংঘ নামের এ 'মুলার সংগঠন' আমাদের মানবতার শিক্ষা দিতে আসে, অথচ যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে, সেখানে তাদের কার্যক্রম দেখা যায় না। জাতিসংঘের এ নীরবতাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ওআইসির নেতারা ভোগবিলাসে ব্যস্ত, আর ফিলিস্তিনের মা-বোনেরা নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। আমরা মনে করি, মুসলমানদের এ 'মুলার সংগঠন' থাকার প্রয়োজন নেই। যারা সত্যিকারের ফিলিস্তিনের পক্ষে থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, তাদের নিয়ে নতুন সংগঠন গঠন করতে হবে। আমরা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে চাই, প্রয়োজনে হামাস বাহিনীর সাথেও যোগ দেব। মুসলিম বিশ্বের সকল নেতাদের প্রতি আহবান জানাচ্ছি— আপনারা সকল ভেদাভেদ ভুলে, ফিলিস্তিনি শিশুদের দিকে তাকিয়ে এক হয়ে এ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে প্রতিহত করুন।

৪৯তম আবর্তনের শিক্ষার্থী আলী জাকি শাহরিয়ার বলেন, আমি জানি ইহুদিদের ইতিহাস আল্লাহর অবাধ্যতার ইতিহাস। বারবার শাস্তি পেয়েও তারা অবাধ্য থেকেছে। আল্লাহ তাদের অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা মুসলিম জাতি বদর, উহুদে লড়াই করেছি, মক্কা বিজয় করেছি। আমাদের কোনো পরাজয়ের ইতিহাস নেই। পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদীরাও মুসলিমদের নির্যাতন করছে। আমরা চাই এসব বন্ধ হোক।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়