
ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট মোকাবিলায় ‘কৃষিকন্যা হল’ এর সম্প্রসারণ কাজের (দ্বিতীয় ফেজ) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, কোশাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, পরিবহণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া, কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসেন।
আরও পড়ুন>>>বাকৃবিতে রোভার স্কাউটের ইফতার মাহফিল
এছাড়া প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহা. এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করার তাগিদ দেন। কাজের গুণগত মান সঠিকভাবে বজায় রাখতে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, দ্বিতীয় ফেজে ৫-তলা ছাত্রী ভবনের সম্প্রসারণ, রেট্রোফিটিং এবং ১-তলা ভবনের মেরামত ও সংস্কার (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক) অন্তর্ভুক্ত রয়েছে। এ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিপ্লেক্স এন্টারপ্রাইজ-মেসার্স এস আলম কন্সট্রাকশন ও এর তত্ত্বাবধানে রয়েছে বাকৃবি প্রকৌশল শাখা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।