
ছবি: আপন দেশ
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান ও দলটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার, নতুন কলা ভবন ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এতে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে যোগদান করেন।
এ সময় ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’,‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধা ‘, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ‘গো ব্যাক গো ব্যাক, আওয়ামী লীগ আওয়ামী লীগ’ ‘জেনারেল ওয়াকার, সাবধান সাবধান!’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সাভার প্রতিনিধি জুলকারনাইন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান করতে হবে। আমরা রক্ত দিয়েছি, আমরা দু-হাত পেতে গুলি খেতে প্রস্তুত আছি।
আরওপড়ুন<<>>বাতিল হচ্ছে শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি
ইসলামি ছাত্রশিবির জাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা গণভোটে রায় দিয়েছিলো- বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। কচুখেত, ওয়াশিংটন কিংবা দিল্লির প্রেসক্রিপশন এদেশে রাজনীতি আর চলবে না। ড. ইউনুসকে বলে দিতে চাই, দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহবায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, অন্তর্বতীকালীন সরকার গণঅভ্যুথানের স্পীডকে ধারণ করতে পারে নাই। আমরা দেখেছি, প্রধান উপদেষ্টা বলেছেন- আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বন্দোবস্ত এদেশের জণগণ ৫ আগস্ট করে দিয়েছে। আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতর নিষিদ্ধ করতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলতে চাই, গত ১৫ বছর আপনারা যে সুবিধা ভোগ করেছেন। সে সুবিধা আর নিতে পারবেন না। দিল্লির প্রেসক্রিপশনে এদেশে আর কোনো রাজনীতি চলবে না। এদেশে কারা রাজনীতি করবে, সেটা ঠিক করবে এদেশের জণগণ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধের কথা ভাবছে না সরকার বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। সে হিসেবে জাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।