Apan Desh | আপন দেশ

জাবিতে স্টেশন নির্মাণসহ মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ানোর দাবি 

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১১, ২৩ মার্চ ২০২৫

জাবিতে স্টেশন নির্মাণসহ মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ানোর দাবি 

ছবি: আপন দেশ

মেট্রোরেলের এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট) নবীনগর পর্যন্ত বর্ধিত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি স্টেশন নির্মাণের দাবি জানিয়েছে ছাত্রশিবির জাবি শাখা।

রোববার (২৩ মার্চ) এ দাবিতে সংগঠনটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকার দূরত্ব কম হলেও যানজট ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষার্থী ও কর্মজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে তাদের শিক্ষা ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। সাভার অঞ্চলের কয়েক লাখ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে হেমায়েতপুরের পরিবর্তে নবীনগর পর্যন্ত মেট্রোরেল প্রকল্প বর্ধিত করা হোক। পাশাপাশি জাবিতে একটি স্টেশন নির্মাণ করা হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে।

আরওপড়ুন<<>>এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা

ছাত্রশিবিরের জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের অঞ্চলের যোগাযোগ সমস্যার সমাধানের জন্য আন্দোলন করে আসছে। আমরা চাই, মেট্রোরেলের সাউদার্ন রুট-৫ নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হোক। এছাড়া বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন নির্মাণ করা হোক। এতে শুধু শিক্ষার্থী নয়, আশপাশের হাজার হাজার মানুষ উপকৃত হবে।

উল্লেখ্য, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, এ সময়ের মধ্যেই নবীনগর পর্যন্ত সম্প্রসারণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টেশন নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়