
ফাইল ছবি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইনকিলাব মঞ্চের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে আহবায়ক ও অর্থনীতি বিভাগের মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. নাঈম ইসলামকে যুগ্ম আহবায়ক ও ইংরেজি বিভাগের বায়জিদ বোস্তামীকে যুগ্ম সদস্য সচিব করা হয়।
কমিটিতে সদস্য পদে রয়েছেন, মো. নেজাজ ইসলাম, আহসান হাবীব রকি, মো. মুসতাকিম মিয়া, মো. সানোয়ার ইসলাম, জাকারিয়া ইসলাম, তামিম ইকবাল, মো. সাকিব মিয়া, মো. মাহবুব আলী, মো. নাদিম মিয়া, মো.জাহিদ ইসলাম, মো: জিসান ইসলাম ও মো. সালেহ উদ্দীন।
আরওপড়ুন<<>>জাবিতে স্টেশন নির্মাণসহ মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ানোর দাবি
নবগঠিত কমিটির আহবায়ক জয় বলেন, জুলাই অভ্যত্থানকে ধারণ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্টান থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে ভূমিকা রাখবে বেরোবি ইনকিলাব মঞ্চ। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শাহবাগী ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এবং ছাত্রদের যে কোনো নৈতিক আন্দোলনে তাদের দাবি আদায়েও পাশে থাকবে বেরোবি ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই এ সংগঠনের লক্ষ্য।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।