
ছবি: আপন দেশ
গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। বাকৃবি শিশু-কিশোর কাউন্সিলের এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
আরওপড়ুন<<>>ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন আর নেই
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।