Apan Desh | আপন দেশ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ, শিক্ষার্থীদের থাকতে হবে আইডি কার্ড 

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫০, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ২০:৫২, ২৫ মার্চ ২০২৫

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষেধ, শিক্ষার্থীদের থাকতে হবে আইডি কার্ড 

ছবি: আপন দেশ

ঈদের ছুটিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরওপড়ুন<<>>গণহত্যা দিবস উপলক্ষে বেরোবিতে আলোচনা সভা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে  আগামী ৫ এপ্রিল পর্যন্ত জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়