
ছবি: আপন দেশ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার যে লক্ষ্য ছিল, গত ৫৪ বছরে আমরা তা পুরোপুরি অর্জন করতে পারিনি। তবে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন সম্ভাবনা এসেছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করা সম্ভব।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতি ও সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সকল অংশগ্রহণকারী মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
এর আগে দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।