Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনের সমর্থনে রাবি প্রশাসনের সমাবেশ, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫০, ৬ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের সমর্থনে রাবি প্রশাসনের সমাবেশ, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

ফাইল ছবি

ইসরায়েলের দ্বারা গাজায় চলমান গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে। এটি দেশের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে গাজা পরিস্থিতির প্রতিবাদে আনুষ্ঠানিক অবস্থান নিয়েছে। 

এ উপলক্ষে রাবি প্রশাসন একটি সংহতি সমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত হবে। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।

রোববার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>>>বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদসহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে। সমাবেশটি সোমবার অনুষ্ঠিত হবে। সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অফিসার ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে এতে অংশ নেয়ার আহবান জানাচ্ছে।

এদিকে সংহতি সমাবেশের অংশ হিসেবে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টিরও অধিক বিভাগের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আমরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি। ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। মানবাধিকার, শান্তি ও ন্যায়বিচারের প্রতি অটল অঙ্গীকারের অংশ হিসেবে, আগামী ৭ এপ্রিল সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। এ প্রতিবাদ বিশ্বব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত ও আহত হচ্ছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়