
ছবি: আপন দেশ
গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে ও 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (০৭ এপ্রিল) এ লক্ষ্যে তারা সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (০৬ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন>>>বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিবৃতিতে বলা হয়, আমরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা, গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ৭ এপ্রিল বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ নিচ্ছি। বিশ্বব্যাপী গাজা ইস্যুতে ডাকা ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করছি আমরা। সে অনুযায়ী, সোমবার ৭ এপ্রিল আমরা ক্লাস, ল্যাবসহ সকল স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত থাকব।
বিবৃতিতে শিক্ষার্থীরা আরও বলা হয়, গাজা গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত, আমাদের আন্দোলন চলবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।