Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিটার

নিটার প্রতিনিধি, লাবিবা সালওয়া ইসলাম

প্রকাশিত: ১৫:৪২, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:৪৩, ৭ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিটার

ছবি: আপন দেশ

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ‘ইয়ার্ন শেড’ প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মিছিল শুরু করেন নিটারের শিক্ষক-শিক্ষার্থীরা।

ইসরায়েলের দখলদারিত্ব, যুদ্ধাপরাধ ও বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস— “না-রায়ে তাকবির, আল্লাহু আকবার!”, “আল জিহাদ! আল জিহাদ!”, “ফ্রি ফ্রি ফিলিস্তিন”, “রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি!”

মিছিলে নেতৃত্ব দেন নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা। তার সঙ্গে ছিলেন টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন বান্না, লেকচারার আবির খান, সিএসই বিভাগের লেকচারার মো. সাইদুজ্জামান, ইইই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মুয়াজ রহমানসহ আরও অনেকে।

আরও পড়ুন>>>‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল বায়তুল মোকাররম

সমাবেশে বক্তারা বলেন, এ নীরবতা আর চলতে পারে না। এখন কথা বলার সময়। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা সকলকে ইসরায়েলি পণ্য বর্জন, সোশ্যাল মিডিয়ায় সরব থাকা ও বয়কট আন্দোলন আরও জোরদার করার আহবান জানান।

বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের নিরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। তারা বলেন, আপনাদের নীরবতা হত্যা অনুমোদনের সমান। ইতিহাস এ অপরাধ ক্ষমা করবে না।

শিক্ষার্থীরাও এ প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। যা ফিলিস্তিনের ডাকা বৈশ্বিক হরতালের প্রতি একাত্মতা প্রকাশের অংশ।

এক শিক্ষার্থী জানান, এ প্রতিবাদ শুধুই নিটারের আন্দোলন নয়, এটি এক মানবিক বার্তা। ফিলিস্তিন একা নয়— আমরা আছি, ছিলাম, থাকব। ইনশাআল্লাহ প্রতিটি ধ্বংসের জবাব হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়