
ছবি: আপন দেশ
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও যুদ্ধবিরতি ভাঙার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কেআর মার্কেট ঘুরে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘নেতা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন।
বাকৃবির দ্বীনি কমিউনিটির সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি আমাদের চোখে পানি চলে আসে ইসরাইলের বর্বরতা দেখে। কিন্তু এ অবস্থায় আমদের সামর্থ্য নেই আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে। আমরা অনেক অনেক মাইল দুর থেকে একমাত্র তাদের জন্য দোয়া করতে পারি।
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান বলেন, আজ আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যখন গাজার একজন সাধারণ মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না। শিশুরা কাঁদছে তাদের মায়ের জন্য, ইসরাইলের বর্বরতায় ছিন্নভিন্ন লাশ উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভাসছে বারুদের গন্ধ, লাশের গন্ধ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ, কিংবা মুসলিম বিশ্বের কোনো মানুষও চুপ থাকতে পারে না। যারা এই হত্যাযজ্ঞের বিচার চাইবেন না। এখনো ইসরাইলি পণ্য ব্যবহার করছেন, তাদেরও ইসরাইলের সঙ্গে একত্রে বয়কট করা উচিত।
তিনি আরও বলেন, বাকৃবির প্রশাসনসহ সকলের প্রতি আমার পরামর্শ থাকবে—একটি লিফলেট তৈরি ও বিতরণ করা হোক, যার এক পাশে থাকবে ‘কেন ইসরাইলি পণ্য বর্জন করব; ‘অন্য পাশে থাকবে ইসরাইলি পণ্যের একটি তালিকা। এভাবে ইসরায়েলি পণ্য বর্জন করতে আমাদের সুবিধা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।