
ছবি: আপন দেশ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহীদ আবু সাঈদ চত্বরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা স্মারক মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সমাবেশে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা পৃথিবীজুড়ে নিন্দিত হচ্ছে। আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। হামলা বন্ধ করতে হবে।
বিক্ষোভে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতারের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ অন্যান্য বক্তারা ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য বিশ্বজুড়ে চাপ সৃষ্টির আহ্বান জানান। তারা ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিন রাষ্ট্রের দ্রুত স্বীকৃতি দাবি করেন।
উল্লেখ্য, গাজায় হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির সঙ্গে বেরোবি প্রশাসনও একাত্মতা ঘোষণা করে। সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।