
ছবি: আপন দেশ
ফিউচার ক্যাডেট একাডেমি ফিলিস্তিনিদের সমর্থনে ডাকা বৈশ্বিক ধর্মঘট তথা গ্লোবাল স্ট্রাইকে অংশগ্রহণ করেছে। সোমবার (০৭ এপ্রিল) একাডেমির ২০টি শাখা সারা দেশে এ ধর্মঘটে অংশ নেয়।
রাজধানী ঢাকার মিরপুর-১২ তে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান কাজী জামিল উদ্দিন, অধ্যক্ষ প্রফেসর খাইরুল আলম, উপাধ্যক্ষ আলী আকবর রুমেল ও মিরপুর-০২ শাখার পরিচালক মো, শাহরু মোস্তাকিম।
এছাড়াও একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিছিলে অংশ নেন। স্থানীয় এলাকাবাসীও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
এ সময় একাডেমির চেয়ারম্যান কাজী জামিল উদ্দিন বিশ্ব নেতৃত্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানান। পাশাপাশি গণহত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
অধ্যক্ষ প্রফেসর খাইরুল আলম ইসরায়েলি পণ্য বয়কটের জন্য দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান। উপাধ্যক্ষ আলী আকবর রুমেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে বলেন, যদি সুযোগ আসে ফিলিস্তিনে গিয়ে মুসলিম উম্মাহর জন্য লড়বো, ইনশাআল্লাহ্।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।