Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে  রাবিতে ছাত্রদলের মানববন্ধন 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ৮ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে  রাবিতে ছাত্রদলের মানববন্ধন 

ছবি : আপন দেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে উক্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেধে অবস্থান তারা।

মানববন্ধনে শাখা ছাত্রদলের কর্মী মাহমুদুল হাসান বলেন, এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজা'র মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। 

সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল মিঠু বলেন, আরব দেশগুলো পশ্চিমাদের দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এ বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।

তিনি আরো বলেন, ইসরাইলের মতোই বর্বর ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী।এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহবান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেয়ার জন্য।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, আহবায়ক সদস্য সহ বিভিন্ন হল ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ৬ দফা দাবিতে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই