
ছবি: আপন দেশ
গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় ‘৭১ ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে এ কর্মসূচির নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মিরাজ ও শাহীন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় ছাত্রদল নেতারা বিজয় ‘৭১ ভাস্কর্যের সামনে প্রতীকীভাবে কালো কাপড় পরিয়ে প্রতিবাদের আওয়াজ তোলেন।
বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তুষার বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্ব এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যা অত্যন্ত লজ্জাজনক। গাজাবাসীর জন্য অর্থনৈতিক সহায়তা অত্যন্ত জরুরি। আমরা বাকৃবি প্রশাসনের কাছে আবেদন জানাই, দ্রুত একটি ফান্ড গঠন করে গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।