Apan Desh | আপন দেশ

১৭ বছর পর কাজ পাইছি, তুই সাইডে গেলি ক্যা?, যুবদল নেতার হুমকি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ৮ এপ্রিল ২০২৫

১৭ বছর পর কাজ পাইছি, তুই সাইডে গেলি ক্যা?, যুবদল নেতার হুমকি

মো. হুমায়ুন কবির সোহাগ ও মো. সিদ্দিকুর রহমান।

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান। তাকে ফোনে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। 

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সোহাগ সাংবাদিক সিদ্দিকুর রহমানকে এ হুমকি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতিমধ্যে অডিও কেকর্ডটি ফাঁস হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার পর এটি নিয়ে আলোচনা শুরু হয়। হুমকি দেয়া যুবদল নেতা সোহাগ বলেন, আমি ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তোরা সাইডে কেন গিয়েছো? অনিয়ম করলে তোকে অফিস দেখাইব।

তিনি আরও বলেন, তুই সাংবাদিক কেন সাইডে যাচ্ছো? সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি, তোকে দেখবো। তুই অফিসে যোগাযোগ কর। ফইজলামি করো? তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কিরতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখে নেব। বলে ফোন কেটে দেন।

সাংবাদিক সিদ্দিকুর রহমান জানান, তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করেন। এর পর সোহাগ তাকে হুমকি দেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বলেন, তিনি সিদ্দিকুর রহমানের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। এটি এক ধরনের ভুল বোঝাবুঝি ছিল। আমরা বসে কথা বলে সমস্যা সমাধান করব।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সমাজের অসঙ্গতি তুলে ধরেন। তাদের পেশাগত কাজে কোনো ধরনের বাধা বা হুমকি দেয়া যুবদল সমর্থন করে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়