Apan Desh | আপন দেশ

রাবিতে বয়সভিত্তিক সাতার প্রশিক্ষণ শুরু ১৬ এপ্রিল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ১০ এপ্রিল ২০২৫

রাবিতে বয়সভিত্তিক সাতার প্রশিক্ষণ শুরু ১৬ এপ্রিল

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা বিভাগ আয়োজন করতে যাচ্ছে বয়সভিত্তিক সাতার প্রশিক্ষণ কোর্স। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও বহিরাগত অ-সাঁতারুদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল। চলবে ৭ মে পর্যন্ত।

প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে প্রশিক্ষণ চলবে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে। প্রতি শুক্রবার প্রশিক্ষণ বন্ধ থাকবে।

প্রশিক্ষণে অংশ নিতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ছবি ও কোর্স ফি জমার রশিদ সংযুক্ত করতে হবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ এপ্রিল।

ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে বয়স ও পরিচয়ের ভিত্তিতে—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৭–১২ বছর বয়সী সন্তানদের জন্য: ১৫০০ টাকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য: ৫০০ টাকা, বহিরাগত ছেলে-মেয়েদের জন্য: ২০০০ টাকা।

ফি জমা দিতে হবে অগ্রণী ব্যাংক, বিশ্ববিদ্যালয় শাখায় ক্রীড়া পরিষদের হিসাব নম্বর: ০২০০০০২২২২৮৪৬।

মেয়েদের প্রশিক্ষণে থাকবে আলাদা মহিলা প্রশিক্ষক। তবে অংশগ্রহণকারীদের নিজ নিজ সাঁতারের পোশাক নিজেই সরবরাহ করতে হবে।

শরীরচর্চা বিভাগ জানিয়েছে, নিয়মিত শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাতার শেখার এ কোর্স শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এতে অংশ নিতে ইচ্ছুকদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেয়ার আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়