Apan Desh | আপন দেশ

জবিতে প্রথমবারের মতো বৈশাখী মেলা, থাকছে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ১২ এপ্রিল ২০২৫

জবিতে প্রথমবারের মতো বৈশাখী মেলা, থাকছে গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া

ছবি: আপন দেশ

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের জোর প্রস্তুতি। বর্ণাঢ্য নববর্ষ শোভাযাত্রার পাশাপাশি এবার প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বৈশাখী মেলা।

‘বিপ্লবের সিড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভালো’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হচ্ছে এবারের আয়োজন।

চারুকলা অনুষদ ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন গরুর গাড়ি, সারস পাখি ও বিভিন্ন ফুলের প্রতিকৃতি তৈরির কাজে। এবারের শোভাযাত্রার মূল থিম হিসেবে বেছে নেয়া হয়েছে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি।

চারুকলা অনুষদের চেয়ারম্যান ইমাম হোসাইন বলেন, আমরা আমাদের বর্ষবরণের প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আশা করছি, ১৪ তারিখের আগেই সবকিছু সম্পন্ন করতে পারব।

আরওপড়ুন<<>>রাবিতে ‘বি’ ইউনিটের পরীক্ষায় ‘সি’ ইউনিটের উত্তরপত্র, বিপাকে পরিক্ষার্থীরা

থিম নির্বাচনের পেছনের ভাবনার কথা জানিয়ে তিনি আরও বলেন, বর্ষবরণ মূলত বাংলার গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই এবারের আয়োজনে আমরা গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতিকে থিম হিসেবে বেছে নিয়েছি। যেন নতুন প্রজন্ম দেশের শেকড়ের সঙ্গে নিজেদের আরও গভীরভাবে যুক্ত করতে পারে।

চারুকলা অনুষদের এবারের উদ্যোগ শুধু নববর্ষ উদযাপন নয়, বরং এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে তুলে ধরার এক সাংস্কৃতিক প্রয়াস হিসেবেই বিবেচিত হচ্ছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়