Apan Desh | আপন দেশ

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৯১ শতাংশ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ১২ এপ্রিল ২০২৫

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৯১ শতাংশ

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে মোট ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও হাজির হন ১১ হাজার ৫১১ জন। এতে উপস্থিতির হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৫৪ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪৬টি কক্ষে মোট ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

আরওপড়ুন<<>>রাবিতে ‘বি’ ইউনিটের পরীক্ষায় ‘সি’ ইউনিটের উত্তরপত্র, বিপাকে পরিক্ষার্থীরা

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বাকৃবি প্রেস ক্লাবের সদস্যসহ অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা।

পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিসহ ৯টি বিশ্ববিদ্যালয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এবারের কৃষি গুচ্ছের নেতৃত্বে থাকা বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে আরও জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়