
ছবি: আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। এ বছরের জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হবে এ কোর্স। এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের (পিএইচডি) উপস্থিতিতে সমঝোতা স্বারকটিকে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ও জবি রেজিস্ট্রার অধ্যাপক ড শেখ গিয়াস উদ্দিন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ড. ইয়ং হুই বলেন, এ বছরই চায়না ও বাংলাদেশের মধ্যে কুটনৈতিক সুবর্ণ জয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। আমরা চাই, চায়না ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাতে। এ সম্পর্ক উন্নত করতে চীনা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রথম থেকেই সর্বোচ্চ সহযোগিতা করছে।
আরওপড়ুন<<>>নববর্ষে রাবি অধ্যাপকের ৩০০ ফিট স্ক্রলচিত্র প্রদর্শনী
জবির চীনা ভাষা কোর্স বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন যে মাত্রায় পৌঁছে যাচ্ছে তাতে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক সে সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনফুসিয়াসের মধ্যে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। চীনা ভাষা শিক্ষার মাধ্যমে আমেদের বহু শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশা করি।
জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে আলাদাভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন বলেন, এ চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, চীনা কোর্স বাস্তবায়নের জন্য কমিটির আহবায়ক, পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোষ্ট, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু এবং মি. রাও জিহাওসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।