Apan Desh | আপন দেশ

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ, সম্পাদক আলজাবের

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ১৪ এপ্রিল ২০২৫

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ, সম্পাদক আলজাবের

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চ্যানেল২৪'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাগ আলী সভাপতি ও সময়ের আলোর প্রতিনিধি আলজাবের আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটি'র নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী কমিটির সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

আরওপড়ুন<<>>বৈশাখী আনন্দ শোভাযাত্রায় রঙিন বাকৃবি ক্যাম্পাস

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন) ও আছিয়া খাতুন (খোলা কাগজ/বার্তা২৪), যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আহসান মৃদুল (দ্য ডেইলি স্টার), সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ (দি বাংলাদেশ টুডে), অর্থ-সম্পাদক ইবতেসাম শান্ত (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক আলিম খান (সময়ের কণ্ঠস্বর), সহ-সাংগঠনিক সম্পাদক আল ফাহাদ (খবর সংযোগ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ উজ জামান কোরবান (পদ্মা টাইমস), দফতর সম্পাদক দীন ইসলাম (দৈনিক জনবাণী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- ইনসান আলী (ডেইলি ইংলিশ টাইমস) ও নাজমুল হুদা (যুগের কণ্ঠস্বর)। এছাড়া সদ্য বিদায়ী সভাপতি লাবু হক (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক মারুফ হাসান (দৈনিক সংবাদ) কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়