
রাবি ছাত্রদলের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল নেতা সাফিন আজমিরের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মধ্যে এক টাকায় পান্তা-ইলিশ পরিবেশন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, পহেলা বৈশাখে এমন মানবিক আয়োজন সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। ছাত্রদল শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়।
আরওপড়ুন<<>>ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আরিফুল ইসলাম হৃদয় বলেন, ছাত্রদলের এ উদ্যোগ প্রমাণ করে, রাজনীতির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা সম্ভব। পহেলা বৈশাখে এমন আয়োজন দেখে ভালো লাগছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এমন আয়োজনের সাধুবাদ জানাই।
এ বিষয়ে সাফিন আজমির বলেন, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষকে ১ টাকায় পান্তা-ইলিশ খাওয়ানোর সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। রাবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চেষ্টা করে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।