
ছবি: আপন দেশ
মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক হবিবুর রহমানের মৃতদিনে শোক র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় গণিত বিভাগের আয়োজনে এ র্যালি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরওপড়ুন<<>>বাকৃবিতে ‘উন্নয়ন প্রকল্প প্রণয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
এদিকে দিবসটি উপলক্ষে শহীদ হবিবুর রহমান হলের সামনে অবস্থিত 'বিদ্যার্ঘ স্মৃতিস্তম্ভে' বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন হল কর্তৃপক্ষ। এ সময় প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানসহ অন্যান্য আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকেলে এ হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, আজ আমরা শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি শহীদ হবিবুর রহমান স্যারকে। যিনি ছিলেন আদর্শ, সাহস ও ন্যায়ের প্রতীক। তার আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেছে, কীভাবে বৃহত্তর স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করতে হয়। আমরা তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করার শপথ নেয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে পাকবাহিনীর সদস্যরা অধ্যাপক হবিবুর রহমানকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।