
ছবি : আপন দেশ
‘অতিরিক্ত গরমে সতর্ক থাকুন, সঠিক জীবনযাত্রা মেনে চলুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র্যালি। বুধবার (১৬ এপ্রিল) গাজীপুর জেলার রাজেন্দ্রপুর উপজেলার শালনা গ্রামে সামাজিক সচেতনতামূলক র্যালিটি হয়।
এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। স্থানীয় সাধারণ জনগণের মাঝে তারা হিট স্ট্রোক এবং অতিরিক্ত তাপমাত্রা থেকে সুরক্ষা পেতে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। র্যালি চলাকালীন উপস্থিত শিক্ষকগণ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে বিভিন্ন বিষয় তুলে ধরে তা মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানান।
হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে যা করনীয়:
প্রচুর পানি পান করা,
সূর্যের তীব্রতা বেশি থাকাকালীন ঘরের বাইরে না যাওয়া
ঢিলেঢালা ও হালকা রঙের কাপড় পরা ও
শিশু, বয়স্ক ও অসুস্থদের বিশেষ যত্ন নেয়া।
এ ছাড়াও তারা হিট স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও এলাকাবাসীকে অবহিত করেন।
পাবলিক হেলথ বিভাগের এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।