Apan Desh | আপন দেশ

রাবি সিন্ডিকেটে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণ দাবিতে মানববন্ধন 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:২২, ১৭ এপ্রিল ২০২৫

রাবি সিন্ডিকেটে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণ দাবিতে মানববন্ধন 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া বৈষম্য নিরসনে শিক্ষক নিয়োগে অভিন্ন ইউজিসি নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মো. হজরত আলী বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাইকে আওয়ামীপন্থি শিক্ষকরা অনার্স শেষ করার আগেই ছাত্রত্ব বাতিল করেছিল। ভাইয়ের ছাত্রত্ব বাতিলের শোকে আমার মা স্ট্রোক করে মারা গেছেন। আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে এখনও আওয়ামী প্রেতাত্মা ভর করে আছে।

তিনি আরও বলেন, আমাদের শেষ রক্ত বিন্দু থাকা অব্দি এ প্রেতাত্মাদের দূর করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কারো পৈতৃক সম্পত্তি না। এখানে কি কি সংস্কার দরকার তা প্রশাসন জানেন। আপনারা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।

আরওপড়ুন<<>>ছাত্রলীগের বিচার কার্যক্রম বিলম্ব, প্রতিবাদে বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও রাবির ছোট-বড় সব সমস্যার জন্য রাজপথে নামতে হচ্ছে। তাহলে বিপ্লব হয়ে লাভ কি হলো? ভিসি স্যার ঠিকই জানেন ৫ আগস্ট বিপ্লব সফল না হলে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের কি হতো। কিন্তু বর্তমান প্রশাসন আওয়ামী শিক্ষকদের সফট কর্ণার দিচ্ছে। আওয়ামীপন্থি শিক্ষকরা আগের মতোই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বপদে বহাল রয়েছে। এর দায়ভার পুরোটাই রাবি প্রশাসনের।

আন্দোলনে রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, আওয়ামী সিন্ডিকেটদের বুঝিয়ে দিতে চাই আপনারা আমাদের শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ করার সাহস কোথায় পান। প্রশাসনকে বলে দিতে চাই, দিনে আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা এবং রাতে বন্ধুত্বের মাধ্যমে আপনারা কি সুশীলগিরি দেখাতে চান। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় এখনও আওয়ামী শিক্ষকরা আছেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব জায়গায় ইউজিসি নীতিমালা বাস্তবায়ন হলেও আপনারা কেন ইউজিসি নীতিমালা গ্রহণ করতে চান না? আওয়ামীপন্থীদের ছাড়া কোনো সিদ্ধান্ত আপনারা কেন নিতে চান না এটা আমরা বুঝি। গত পরশুদিনের সিন্ডিকেট মিটিংয়ে আওয়ামীপন্থীদের মতামতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি তা আমরা জানি। আপনারা এ সুশীলগিরি বাদ দেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়