
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ‘এ’ ইউনিটে সর্বমোট আসন রয়েছে ১৮৭২টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু। সে হিসেবে, আসনপ্রতি লড়বেন প্রায় ৫১ জন শিক্ষার্থী।
আরওপড়ুন<<>>রাবি ছাত্রলীগ নেতা দূর্জয় কুড়িগ্রামে গ্রেফতার
উল্লেখ্য, ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে ২৬টি বিভাগ ও ১টি ইনস্টিটিউট রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
এবার সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তরে হবে। এ বছর পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। পরীক্ষা কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।