Apan Desh | আপন দেশ

রাবির ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০৮, ১৯ এপ্রিল ২০২৫

রাবির ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'জরুরি বাইক সার্ভিস' চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে এ সার্ভিস চালু করে তারা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঠিক কেন্দ্রে পৌঁছাতে অনেক সময় লাগে। এতে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে নিজ কেন্দ্রে পৌঁছাতে পারেন না পরীক্ষার্থীরা। তাদের এ সমস্যা সমাধানে রাবি ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’সবার কাছে প্রশংসিত হচ্ছে।

শনিবার (১৯ এপ্রিল) 'এ' ইউনিট তথা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি অরাজনৈতিক জেলা ও উপজেলা ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। পুরো রাবি ক্যাম্পাসই ভরে যায় চেয়ার-টেবিল-ব্যানারে। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের সহযোগিতায় এদিন দারুন কিছু উপহার দিতে পেরেছে রাবি ছাত্রদলের বাইক সার্ভিস।

আরওপড়ুন<<>>কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি প্রথম বারের মতো রাজশাহীতে এসেছি, কিছুই চিনি না। ভাইদেরকে বলার পর তারা আমাকে যে ভবনে পরীক্ষা সেখানে নামিয়ে দিয়ে গেলেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্র চিনে না তাদের জন্য এটা খুবই হেল্পফুল।

এ বিষয়ে রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের সার্ভিসের বাইকগুলা প্রশাসনিক ভবনের সামনে আছে। এখানে মোট ১১টি বাইক কাজ করছে। এ সর্ভিসের তত্ত্বাবধানে রয়েছে, ছাত্রদলের কর্মী নাহিউল জীবন। এছাড়া আমাদের মেডিকেল সেবা, ট্রাফিক সেবা, খাবার পানি, স্যালাইন, শিক্ষার্থীদের তথ্যসেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা রয়েছে৷ রাবি ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে আছে বলে জানান তিনি।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যতক্ষণ কোনো রাজনৈতিক বা স্বেচ্ছাসেবী দল শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাজ করবে, ততক্ষণ আমি তাদের প্রশংসা করবো। তারা যে মিটিং-মিছিল বাদ দিয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে, এটা সত্যি প্রশংসনীয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়