
ছবি: আপন দেশ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে। ৮ মাস তো হয়ে গেছে, আপনারা বলেছেন ডিসেম্বরে নির্বাচন। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের।
তিনি বলেন, আপনারা বলছেন, বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। নির্বাচিত দল এসে বাকী সংস্কার করবে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কখা বলেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের নিজস্ব আত্মপরিচয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব শিখিয়েছেন। এরপর থেকে খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইভাবে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করছে। বিএনপি জনগণের পক্ষের দল। এ দল নিয়ে কোনো ষড়যন্ত্র চলে না। যারা ষড়যন্ত্র করেছিল, তারা আজ কোথায় বলে মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছে। সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কারের কথা বলা হচ্ছে।
আরওপড়ুন<<>>জনগণই বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে: মির্জা ফখরুল
তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে, অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করবে তা দেখতে চেয়েছে। দেরি হলে দেশের মানুষ হতাশায় ভুগবে।
ভারতকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না, তারা ভাবে এ দেশ ভারতের পক্ষে থাকবে। যার ফলে তারা বেছে রেখেছিল তাদের আনুগত্য কে করবে। সে কারণে একটি দুনিয়া কাপানো ফ্যাসিবাদের পতন হয়েছে। তাদের দেশেই ফ্যাসিবাদ পালিয়েছে। এখন তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে।
জিয়া পরিষদ নিয়ে তিনি বলেন, সুশীল সমাজ হচ্ছে জিয়া পরিষদ। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে নাটোরের এ জিয়া পরিষদ। গ্রামে গ্রামে গিয়ে সমন্বয় করে যে কমিটি গঠন করে তা প্রমাণ করে।
নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তার বক্তব্য দেন অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এছাড়া জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদসহ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।