
ছবি: আপন দেশ
জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী অপতৎপরতার বিরুদ্ধে ও দলটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জোহা চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আলি রায়হান মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
আরওপড়ুন<<>>৮ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ছাত্রদলের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে নাৎসি পার্টি গণহত্যা চালানোর দায়ে নিষিদ্ধ হয়েছিলো। তারা এখনও নিষিদ্ধ আছে। কিন্তু আওয়ামী লীগ দেশে গণহত্যা চালানোর পরেও এখনও নিষিদ্ধ হচ্ছে না। যে আওয়ামী লীগের গায়ে শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের রক্ত লেগে আছে, সেই আওয়ামী লীগকে কোন স্বার্থ বাস্তবায়নের জন্য নিষিদ্ধ করছে না। তা আমার জানা নেই। অন্তর্বতী সরকারকে বলবো, আপানারা অতিদ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। সারা বাংলার ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে।
সাবেক আরেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছেন তারা রাজনীতি করে নাই। তারা রাজনীতির নামে ফ্যাসিবাদের চর্চা করেছে। শেখ মুজিব যখন ক্ষমতায় আসে তিনি গণতন্ত্রকে ধূলিসাৎ করে বাকশাল গঠন করেছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুরো নির্বাচন ব্যবস্থাই নষ্ট করে দিয়েছে।
আমরা দেখেছি, যে দেশেই কোনো রাজনৈতিক দল গণহত্যায় চালিয়েছে, তারা আর রাজনীতি করার সুযোগ পায়নি। আওয়ামী লীগ যে শুধু গণহত্যা করেছে তা নয়, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও বিনষ্ট করেছে। তাই আওয়ামী লীগকে অনতিবিলম্বে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।