Apan Desh | আপন দেশ

পারভেজ হত্যা: ঘাতকদের শাস্তি দাবিতে বাকৃবি ছাত্রদলের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:২৮, ২১ এপ্রিল ২০২৫

পারভেজ হত্যা: ঘাতকদের শাস্তি দাবিতে বাকৃবি ছাত্রদলের মানববন্ধন

ছবি: আপন দেশ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল। পাশাপাশি নির্মম এ হত্যাকেণ্ডর প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটি।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে বাকৃবির টিএসসির সামনে এ মানববন্ধন করা হয়। এতে নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তুষার এবং ছাত্রদল নেতা শাহীন।

তরিকুল ইসলাম তুষার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম দমন করার জন্য ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কিছু সন্ত্রাসী দল গঠন করে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। এরা ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা, ৩ সন্দেহভাজন গ্রেফতার

তিনি অভিযোগ করে বলেন, শুধু ক্যাম্পাসে নয়, ক্যাম্পাসের বাইরেও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। বাধা দেয়া হচ্ছে, তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে। আবরার ফাহাদের হত্যার পর এমন নজিরবিহীন ছাত্র হত্যা আর ঘটেনি।

বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে বানানী মামলা করেছেন। মামলায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়