Apan Desh | আপন দেশ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৩০, ২১ এপ্রিল ২০২৫

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: আপন দেশ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ও ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শামসুল আলম লিটন।

আরওপড়ুন<<>>কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য মোছা. কামরুন নাহার, সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ট্রেজারার একেএম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার মো. আব্দুল কাউয়ুম সরদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএসএ’র স্কুল অব লিডারশিপের নির্বাহী পরিচালক এসএম হুমায়ুন পাটোয়ারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

স্মৃতিচারণে বক্তরা অধ্যাপক ড. আনোয়ারা বেগমের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শেষে মুফতি মো. খাইরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়