
ছবি: আপন দেশ
নিটার হোস্টেলে শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর কেনা হলেও তা চালু হয়নি এখনো। বিদ্যুৎ না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পড়াশোনা ও দৈনন্দিন জীবন। নিটার হোস্টেলের শিক্ষার্থীরা প্রায়ই রাতভর বিদ্যুৎহীন থাকছেন।
গত বছর নিটার কর্তৃপক্ষ জানায়, দক্ষ কর্মীর অভাবে জেনারেটর সংযোগে বিলম্ব হচ্ছে। তবে এতদিন পার হলেও সংযোগ এখনো হয়নি। বিষয়টির কোনো সুরাহা মিলেনি।
এ বিষয়ে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা জানায়, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের জন্য পড়াশোনার পাশাপাশি থাকা-খাওয়ার ভোগান্তি হচ্ছে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী হিসেবে ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট লেগেই থাকে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব প্রস্তুত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জেনারেটর কার্যকর না করা হলে শুধু ক্রয় করে লাভ নাই। তাই যত দ্রুত সম্ভব জেনারেটর চালু করে ব্যবহার উপযোগী করতে হবে।
আরও এক শিক্ষার্থী বলেন, রাত ৮টা থেকে কারেন্ট ছিল না দেড় ঘণ্টা। এরপর আবার ১০টা থেকে রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত অন্ধকারে। কাল পরীক্ষা, পড়তেই পারছি না। কী অপরাধে এমন ভোগান্তি আমাদের? দায়ভার কার?
জানা যায়, জেনারেটর প্রোভাইডার Energypac। প্রতিষ্ঠানটি কাজ শুরুর নির্দেশ পেলে ১৫ দিনে কাজ শেষ করতে সক্ষম হবে এমন নিশ্চয়তা পাওয়া গেছে। কিন্তু এখনো জেনারেটর চালু হয়নি। জেনারেটর সংযোগ বিলম্ব বিষয়ে নিটারের পরিচালকের কাছে নিসাস প্রতিনিধি প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন। তিনি নির্দিষ্ট সময়সীমা দিতেও অপারগতা প্রকাশ করেন। ফলস্বরূপ বিষয়টি আরো ঘোলাটে হয়ে উঠেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।