
ছবি: আপন দেশ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার শুক্রবার (২৫ এপ্রিল) থেকে শুরু হবে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সমন্বিত গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার প্রস্তুতির কথা তুলে ধরেন। সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য জানান, গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আওতায় আগামী শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা আগামী ০২ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামী ০৯ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ০৯ মে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরওপড়ুন<<>>কুয়েটের ৩২ শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত
তিনি আরও জানান, পরীক্ষার্থীরা যাতে সহজে রুম নম্বর চিহ্নিত করতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষার্থীরা হলে লেভেল বিহীন পানির বোতল কেন্দ্রে নিতে পারবেন। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং সার্বক্ষণিক মেডিকেল টিম থাকবে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করবেন। পরীক্ষার্থীদের নিজস্ব বহনকারী গাড়ি পার্কিং করা যাবে ক্যালিকো কটন মিল ও তার বিপরীত পাশের মাঠে। অভিভাবকদের জন্য শেডে বসা ও পানি পানের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার আগের দিন ফটোকপি মেশিন বন্ধ থাকবে। পুলিশ প্রশাসন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। ছাত্রাবাসগুলোতে নজরদারি বাড়ানো হবে। কোনো ডিভাইস কেন্দ্রে নেয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। নারী ও পুরুষ পুলিশ সদস্য, আসনার সদস্য ও রোভার স্কাউট থাকবে।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, হল প্রভোস্ট, ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।