
আনন্দ, রঙ আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধনে উত্তরা ইউনিভার্সিটি।
আনন্দ, রঙ আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধনে উত্তরা ইউনিভার্সিটিতে উদযাপিত হলো ‘বৈশাখী পার্বণ ১৪৩২’। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের সামনের খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজন হয়।
উৎসবের আয়োজন করে অফিস অব স্টুডেন্টস অ্যাফেয়ার্স। পুরো ক্যাম্পাস সেজেছিল বাংলার লোকজ সাজসজ্জায়। আর শিক্ষার্থীদের মুখে ছিলো বৈশাখের হাসি। উৎসবে ছিলো নানা সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালি খাবার, বৈচিত্র্যময় স্টল, বাংলার লোকজ ও সাজসজ্জার উপকরণ। এতে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির রঙ ও সৌন্দর্য। উৎসবে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন। রঙিন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায়, আনন্দঘন পরিবেশে মেতে উঠেছিল পুরো ইউনিভার্সিটি প্রাঙ্গণ।
শিক্ষার্থীদের স্থাপিত রঙিন স্টলে ছিল বৈশাখী খাবার—চিড়া, মুড়ি, মোয়া, মিষ্টি-মণ্ডা, বাতাসা—আর প্রদর্শনীতে শোভা পায় বাংলার ঐতিহ্যবাহী পণ্য ও শৈল্পিক জিনিসপত্র। প্রবেশপথ সাজানো হয় গ্রামীণ পরিবেশে। দেয়ালজুড়ে ছিল রংতুলির শিল্পকর্ম।
নাগরদোলা ও বায়োস্কোপ আয়োজনটিকে করে তোলে আরও জমকালো। সকাল থেকেই ক্যাম্পাসে চলতে থাকে সেলফি, হাসি আর হৈচৈ।
উৎসবের প্রথম পর্বে ছিল ফ্ল্যাশ মব, আর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনা। দিনভর উৎসবে ছড়িয়ে পড়ে প্রাণের উচ্ছ্বাস।বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল ‘আকাশ গায়েন’ পরিবেশন করে মনোমুগ্ধকর ব্যান্ড সংগীত। যা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
পাচার্য ড. ইয়াসমীন আরা বলেন, এ উৎসব কেবল বিনোদন নয়—এটি আমাদের সংস্কৃতির সঙ্গে সংযোগের উৎস। এখানে বাঙালিয়ানা, ঐতিহ্য ও শেকড়ের গল্প মিশে আছে।
আয়োজকরা জানান, বৈশাখী উৎসব কেবল আনন্দের নয়—এটি একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা। দিনশেষে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল সন্তুষ্টি আর মনে ছিল স্মৃতি হয়ে থাকা রঙিন মুহূর্ত।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।